যবিপ্রবিবিতে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধীনে ‘ক্লাইমেট অ্যাকশন ক্লাব’ এর যাত্রা শুরু

Climate and Disaster Management Department 16 November, 2025

আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ‘ক্লাইমেট অ্যাকশন ক্লাব’ এর  প্রথম নির্বাহী কমিটি নির্বাচন সফলভাবে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এটি বিভাগের শিক্ষার্থীদের জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক এবং কার্যকর করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিভাগটি পূর্বে বিভিন্ন জলবায়ু সচেতনতা ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করলেও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে এগিয়ে যেতে ক্লাবের এই উদ্যোগটি নেওয়া হয়।





এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮১ জন এবং শতভাগ ভোটই প্রদান করা হয়েছে, যা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলণ। মোট ১৫টি পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনটি পূর্ব নির্ধারিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং ছাত্র স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়, যা পুরো প্রক্রিয়াটিকে ন্যায়সংগত ও নিরপেক্ষ রাখে। নির্বাচনে বিজয়ী সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য: সভাপতি (President): মোঃ সজীব সরকার, সহ-সভাপতি (Vice President): নাহিদ রেজা, সাধারণ সম্পাদক (General Secretary): আতিকুর রহমান। তারা প্রত্যেকে ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী।



কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম. আবির হাসান সোহান,কোষাধ্যক্ষ মোঃ সাইফ, সাংগঠনিক সম্পাদক এস.কে . সামিহা ইফতাত রিফাহ, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রনি খান, প্রচার, প্রকাশনা ও সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক স্মৃতি সরকার, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, বিজ্ঞান, প্রযুক্তি ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মোছাঃ মাইশা সামিহা , নারী ও শিশু বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ জামান তুহিন এবং স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক বিজয় সাহা অংকন।

নবনির্বাচিত কমিটি ২০২৫–২০২৬ মেয়াদে ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। তাদের লক্ষ্য হবে জলবায়ু সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত জ্ঞান প্রচার, এবং টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করা। এই ক্লাবের অন্যতম একটি উদ্দেশ্য মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৩: জলবায়ু পরিবর্তন মোকাবিলা (Climate Action)-কে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করা। আসন্ন বছরে ক্লাবটি কর্মশালা, প্রচারাভিযান, সেমিনারসহ বিভিন্ন সচেতনতামূলক ও নেতৃত্বমূলক উদ্যোগ গ্রহণ করবে। প্রধান নির্বাচন কমিশনার, ক্লাইমেট অ্যাকশন ক্লাব প্রভাষক মোহাম্মদ আবু সাঈদ উল্লেখ করেন, ‘এই নির্বাচন জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের দায়িত্বশীল ও পরিবেশবান্ধব উদ্যোগকে এক নতুন গতি দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তন নেতৃত্ব দেওয়ার জন্য এক অনুপ্রেরণামূলক সূচনা’।