মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে যবিপ্রবির কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন।

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন করলো ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট

Jashore University of Science and Technology 21 February, 2024

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন করা হয়েছে।

 

প্রতিবারের মত এবারও বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের সম্মান জানালো ডিপার্টমেন্ট অব ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। যবিপ্রবিতে অমর একুশের মূল কর্মসূচি শুরু হয় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। এরপর একে একে যবিপ্রবির বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।