
ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের পক্ষ থেকে খুলনার পাইকগাছা এর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
Climate and Disaster Management Department 27 August, 2024
খুলনা জেলার পাইকগাছা থানার দেলুটি ইউনিয়নে বিগত কিছুদিন আগে কালিনগর গ্রামের নদীর বাধ ভেঙে যেয়ে সমস্ত পোল্ডারটি ধরে প্লাবিত হয় এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
তাদের উদ্দেশ্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। বিভিন্ন উৎস হতে প্রাপ্ত অর্থ মূলত শুকনো খাবার (চাল, ডাল, মুড়ি, লবণ, তেল, পেঁয়াজ), খাবার পানি, স্যানিটারি ন্যাপকিন, মশার কয়েল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস বিতরণে ব্যয় করা হয়।